প্রকাশিত: Wed, Oct 12, 2022 5:41 PM
আপডেট: Wed, May 7, 2025 5:35 AM

লেভানডভস্কির পানে তাকিয়ে জাভি

দলবদলের সময় গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল বার্সেলোনা। বিশ্বমানের ফুটবলারকে কেনার সঙ্গে বিক্রিও করেছে অনেককে। আর্থিক সংকট কাটিয়ে ওঠা কাতালানরা চাইলে লিওনেল মেসিকেও পুনরায় ফেরাতে পারে। মৌসুমের শুরুর মতো চ্যাম্পিয়ন্স লিগেও আলোচনায় বার্সেলোনা। বাজে সূচনা করা জাভি হার্নান্দেজের দল যে এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়। গত সপ্তাহে ইন্টার মিলানের মাঠে ১-০ গোলের পরাজয়ে মৃত্যুকূপ খ্যাত গ্রুপ 'সি' তে বেকায়দায় স্প্যানিশ জায়ান্টরা।

ডুবন্ত অবস্থায় থাকা রবার্ট লেভানডভস্কিদের তীরে ওঠার শেষ সুযোগ নিজ আঙ্গিনায়। ন্যু ক্যাপে বুধবার সেই ইন্টারের মুখোমুখি হবে তাঁরা। এই ম্যাচ জিতলেই স্বস্তি ফিরবে বার্সেলোনা শিবিরে। নক আউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে স্পেন এবং ইতালির দুই জায়ান্টের লড়াই।